৭৫-এ পা দিলেন অমিতাভ বচ্চন: বলিউডের মহাতারকা সম্পর্কে কয়েকটি তথ্য

By: ABP Ananda, Webdesk | Last Updated: Wednesday, 11 October 2017 10:51 AM
৭৫-এ পা দিলেন অমিতাভ বচ্চন: বলিউডের মহাতারকা সম্পর্কে কয়েকটি তথ্য

মুম্বই: প্রকৃত নাম অমিতাভ হরিবংশ রাই শ্রীবাস্তব বচ্চন। পদবী আসলে শ্রীবাস্তব। বচ্চন অমিতাভের বাবা ছদ্ম পদবী হিসেবে ব্যবহার করতেন। সেই বচ্চন নামটাই প্রায় ভারতীয় সিনেমার সঙ্গে সমার্থক হয়ে উঠেছে।
‘বলিউডের শাহেনশাহ’, ‘বিগ বি’, ‘মেগাস্টার’-কত নামেই না ডাকা হয় অমিতাভকে। আজ হিন্দি সিনেমার জনপ্রিয়তম অভিনেতা অমিতাভের জন্মদিন। দেখে নেওয়া যাক, ভারতীয় সিনেমার ‘অ্যাংরি ইয়াং ম্যান’ সম্পর্কে কয়েকটি তথ্য।
•    তিনি সব্যসাচী। হ্যাঁ, দুই হাতেই লিখতে সমান স্বচ্ছন্দ অমিতাভ।
•    তাঁর স্টারডম শুধু ভারতেই সীমাবন্ধ নেই। বিবিসি-র নিউজ পোলে সহস্রাব্দের অভিনেতাদের তালিকায় তিনি রয়েছেন চার্লি চ্যাপলিন, স্যার লরেন্স অলিভার ও মার্লোন ব্র্যান্ডোর মতো অভিনেতাদের আগে।

•    রূপোলি পর্দায় সম্মোহন ছড়ানোর আগে অমিতাভ ছিলেন মঞ্চাভিনেতা, রেডিও ঘোষক এবং কলকাতায় একটি পণ্যবাহী কোম্পানি কর্মী।
•    অভিনেতা হওয়া নিয়ে সর্বদা স্বপ্ন দেখতেন না তিনি। বরং ভারতীয় বায়ুসেনাতে যোগ দিতে চেয়েছিলেন তিনি। ইঞ্জিনিয়ার হওয়ার কথাও ভেবেছিলেন।
•    ১৯৬৯-তে মৃণাল সেনের ‘ভূবন সোম’ সিনেমায় ভাষ্যদানের মাধ্যমে সিনেমায় কেরিয়ার শুরু হয় তাঁর। ১৯৭৭-র সিনেমা ‘সতরঞ্জ কে খিলাড়ি’-তে সত্যজিত্ রায়ও অমিতাভের কন্ঠ ব্যবহার করেছেন। ব্যারিটোন আওয়াজের জন্য প্রসিদ্ধ অমিতাভ। কিন্তু একবার তিনি আকাশবাণীর পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন।

•    বলিউডে যখন অভিনেতা হওয়ার লড়াই করছিলেন তখন তাঁকে আশ্রয় দিয়েছিলেন মেহমুদ। তিনি অমিতাভকে তাঁর বাড়িতে থাকার প্রস্তাব দিয়েছিলেন।
•    তিনি এমনি এমনি সুপারস্টার নন! ২০০১-এ ‘অ্যাকস’ সিনেমায় ৫৮ বছর বয়সে ৩০ ফুট উচ্চতা থেকে সহ অভিনেতা মনোজ বাজপেয়ীর সঙ্গে ঝাঁপ দিয়েছিলেন অমিতাভ।
•    ‘শ্যুটআউট অ্যাট লোখাণ্ডাওয়ালা’-র জন্য ৫ ঘন্টায় ২৩ দৃশ্যের শ্যুটিং করেছিলেন অমিতাভ।
•    প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে কোনও সিনেমায় কাজ করার পারিশ্রমিক হিসেবে ১ কোটি টাকার বেশি পেয়েছেন অমিতাভ।৯০-এর দশক পর্যন্ত তিনিই ছিলেন একমাত্র তারকা যিনি কোটি টাকা পারিশ্রমিক পেতেন।
•    ১৯৬৯ এক ব্রিটিশ এয়ার হোস্টেসের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে উঠেছিল বলে জানা যায়। ওই মহিলার নাম মায়া।
•    বাবা হরিবংশ ছেলের নাম ইনকিলাব দিতে চেয়েছিলেন। পরে মত পাল্টে অমিতাভ নাম রাখেন।
•    অন্য কোনও অভিনেতার থেকে তিনি অনেক বেশি সিনেমায় দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন। ‘মহান’ সিনেমায় তো তিনটি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ১৯ টি সিনেমায় তাঁর অভিনীত চরিত্রের নাম ছিল ‘বিজয়’।

.

First Published: Wednesday, 11 October 2017 10:49 AM

Related Stories

তাদের না দেখিয়ে 'পদ্মাবতী' মুক্তি পেলে পুড়িয়ে দেওয়া হবে সিনেমা হল, হুমকি রাজস্থানের রাজপুত সংগঠনের
তাদের না দেখিয়ে 'পদ্মাবতী' মুক্তি পেলে পুড়িয়ে দেওয়া হবে সিনেমা হল,...

জয়পুর: রাজস্থানের সিনেমা হলগুলিতে সঞ্জয়লীলা বনশালীর তারকা খচিত আগামী

বারো ক্লাস পর্যন্ত পড়েছি, অখুশি বাবা-মা, কবুল দীপিকার
বারো ক্লাস পর্যন্ত পড়েছি, অখুশি বাবা-মা, কবুল দীপিকার

মুম্বই:  সোমবার ছিল বলিউডের একসময়ের ড্রিমগার্ল হেমা মালিনীর আত্মজীবনী

 সানি দেওলের সঙ্গে সৎ মা হেমা মালিনীর সম্পর্ক কেমন জানেন? নিজেই সেকথা বললেন অভিনেত্রী
সানি দেওলের সঙ্গে সৎ মা হেমা মালিনীর সম্পর্ক কেমন জানেন? নিজেই...

মুম্বই:  সোমবার ছিল বলিউডের ড্রিমগার্লের জন্মদিন। সেদিনই প্রকাশিত হল তাঁর

মালদ্বীপে ছুটি কাটাচ্ছে বচ্চন পরিবার, দেখুন সেই ছবি
মালদ্বীপে ছুটি কাটাচ্ছে বচ্চন পরিবার, দেখুন সেই ছবি

মুম্বই: নিজের ৭৫ তম জন্মদিন পালন করতে গত সপ্তাহে সপরিবারে মালদ্বীপ

হংকংয়ের মাদাম তুসোয় এবার মোমোর মূর্তি তৈরি হবে বরুণ ধওয়ানের
হংকংয়ের মাদাম তুসোয় এবার মোমোর মূর্তি তৈরি হবে বরুণ ধওয়ানের

মুম্বই:  হংকংয়ের মাদাম তুসোয় এবার চতুর্থ ভারতীয় হিসেবে মোমের মূর্তি তৈরি

কারণ কি দীপিকার প্রেম? কেন লম্বা চুলে কাঁচি চালান ধোনি?
কারণ কি দীপিকার প্রেম? কেন লম্বা চুলে কাঁচি চালান ধোনি?

মুম্বই: এক সময় অনেক জল্পনা শোনা গিয়েছিল মহেন্দ্র সিংহ ধোনি আর দীপিকা

যখন হেমা-জিতেন্দ্রর বিয়ের আসরে হাজির হয়েছিলেন মদ্যপ ধর্মেন্দ্র, তারপর কী হয়েছিল জানেন?
যখন হেমা-জিতেন্দ্রর বিয়ের আসরে হাজির হয়েছিলেন মদ্যপ ধর্মেন্দ্র,...

মুম্বই:  সদ্য প্রকাশিত হয়েছে হেমা মালিনীর ওপর লেখা বই হেমা মালিনী: বেওয়েন্ড

তুমহারি সুলু-র ট্রেলার দেখেছেন? ছক্কা হাঁকিয়েছেন বিদ্যা বালান
তুমহারি সুলু-র ট্রেলার দেখেছেন? ছক্কা হাঁকিয়েছেন বিদ্যা বালান

মুম্বই: ডার্টি পিকচারে সিল্ক স্মিতার চরিত্রে তাঁকে দেখে চমকে উঠেছিলেন