ধোনি কে? বলেই হেসে ফেললেন রাই লক্ষ্মী

By: ABP Ananda, Webdesk | Last Updated: Wednesday, 20 September 2017 8:50 AM
ধোনি কে? বলেই হেসে ফেললেন রাই লক্ষ্মী

মুম্বই: দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাই লক্ষ্মী পরিচিত মুখ। এক দশকের বেশি সময় ধরে বিভিন্ন দক্ষিণী ভাষার সিনেমায় দেখা গিয়েছে তাঁকে। বড় বড় তারকাদের সঙ্গে কাজ করেছেন তিনি।

রাই লক্ষ্মী এখন নয়া এক সিনেমার জন্য প্রচারের আলোয়। বলিউডে অভিষেক ঘটছে তাঁর। এরোটিক থ্রিলার ‘জুলি ২’-তে দেখা যাবে তাঁকে।

হিন্দি সিনেমায় অভিনয়ের আগেই অন্য একটি কারণে রাই লক্ষ্মীকে নিয়ে আলোচনা শুরু হয়েছিল দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে। সেই কারণটি হল, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে  তাঁর সম্পর্কের জল্পনা। সাক্ষীকে বিয়ের কয়েক বছর আগে রাই লক্ষ্মীর সঙ্গে ধোনির সম্পর্ক হয়েছিল বলে জোর গুঞ্জন ছড়িয়েছিল।

‘জুলি ২’-র ট্রেলার ও টিজার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর অনেকেই ধোনির সঙ্গে রাই লক্ষ্মীর সেই কথিত সম্পর্কের প্রসঙ্গ উল্লেখ করেছেন।

আগামী ৬ অক্টোবর ‘জুলি ২’ মুক্তি পাবে। তার আগে ছবির প্রমোশনে ব্যস্ত রয়েছেন রাই লক্ষ্মী। অবধারিতভাবেই তাঁকে ধোনি সম্পর্কে প্রশ্নের মুখে পড়তে হয়েছে।

একটি সংবাদমাধ্যমে সাক্ষাত্কারের সময় তাঁকে ধোনি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে রাই লক্ষ্মী একটু হেসে বলেন, ‘তিনি কে?’

পরে রাই লক্ষ্মী বলেন, এই ব্যাপারটা নিয়ে কথাবার্তা একেবারেই বন্ধ হওয়া উচিত। এ তো অনেক দিন আগের কথা। এখন ধোনি বিবাহিত। সুখের এই বিবাহিত জীবনে সন্তানও রয়েছে। বর্তমান বিশ্বে প্রত্যেকেই প্রত্যেকের সম্পর্কে জানে। নতুন কারুর সঙ্গে পরিচিত কেউ হতেই পারে। এটাই জীবন। সব কিছু নিয়ে পড়ে থাকলে হবে না। এগিয়ে যেতে হবে।

ধোনির সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ায় তিনি হতাশ হয়ে পড়েছিলেন কিনা, এই প্রশ্নের জবাবে রাই লক্ষ্মী বলেছেন, এ সব নিয়ে অনেক কথা হয়েছে। অন্য অনেকের সঙ্গেই তো তাঁর সম্পর্ক হয়েছে। তাঁদের নিয়ে কেউ কথা বলে না। ধোনিকে নিয়েই সবাই বলে। কারণ, এই খবরে বেশ চটক রয়েছে।

২০০৮-এ আইপিএলে চেন্নাই সুপার কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন রাই লক্ষ্মী। দলের অধিনায়ক ছিলেন ধোনি। সেই সময় দুজনের ডেটিং শুরু হয় বলে জানা গিয়েছে। তবে তা বেশিদিন চলেনি।

First Published: Wednesday, 20 September 2017 8:50 AM

Related Stories

জানেন? অজয়ের গোলমাল এগেনের দর্শক কাড়তে আমিরের চালাকি
জানেন? অজয়ের গোলমাল এগেনের দর্শক কাড়তে আমিরের চালাকি

মুম্বই: দীপাবলীতে মুক্তি পেয়েছে বলিউডের দুই প্রথম সারির নায়কের ছবি গোলমাল

দেখুন! বাবার কোলে বসে দীপাবলীর আলোর দিকে তৈমুরের অবাক দৃষ্টি
দেখুন! বাবার কোলে বসে দীপাবলীর আলোর দিকে তৈমুরের অবাক দৃষ্টি

মুম্বই: জন্মের পর এটাই তার প্রথম দীপাবলী। বাবা সেফ আলি খানের কোলে বসে আলো

সলমন খানের দেহরক্ষী শেরার বিরুদ্ধে হেনস্থা ও হুমকির অভিযোগে এফআইআর দায়ের মহিলার
সলমন খানের দেহরক্ষী শেরার বিরুদ্ধে হেনস্থা ও হুমকির অভিযোগে...

মুম্বই:  শবনম আব্দুল হামিদ শেখ, ৩১ বছর বয়সি মহিলা বলিউড তারকা সলমন খানের

দিওয়ালি পার্টিতে কভি খুশি কভি গম-এর 'বলে চুড়িয়া'র তালে নাচলেন শাহরুখ-রণবীর
দিওয়ালি পার্টিতে কভি খুশি কভি গম-এর 'বলে চুড়িয়া'র তালে নাচলেন...

মুম্বই:  বলিউডে গত এক সপ্তাহ ধরেই চলছে দিওয়ালি পার্টি। বিভিন্ন তারকারা এই

ক্যান্সার আক্রান্ত এই মহিলার শেষ ইচ্ছে শাহরুখের সঙ্গে দেখা করার, নেটিজেনদের অনুরোধ কি রাখলেন তারকা?
ক্যান্সার আক্রান্ত এই মহিলার শেষ ইচ্ছে শাহরুখের সঙ্গে দেখা করার,...

নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ার সৌজন্যে এখন যেকোনও তারকার কাছে যেমন খুব সহজে

সিং ইজ কিং সিকোয়েলে থাকছেন না অক্ষয় কুমার, বলুন তো, কে থাকবেন তাঁর জায়গায়?
সিং ইজ কিং সিকোয়েলে থাকছেন না অক্ষয় কুমার, বলুন তো, কে থাকবেন তাঁর...

মুম্বই: কিছুদিন আগেও তিনি ছিলেন বলিউডের কমেডি কিং। কিন্তু এখন সম্পূর্ণ

পাক আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিতর্কে সেফ আলি খান
পাক আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিতর্কে সেফ আলি খান

ভোপাল: একেই তো পরপর ছবি ফ্লপ। আর এখন গোদের ওপর বিষফোঁড়া সম্পত্তি নিয়ে

দিওয়ালিতে ভক্তদের উপহার, বিয়ের প্রতিশ্রুতি নিলেন বিরাট-অনুষ্কা!
দিওয়ালিতে ভক্তদের উপহার, বিয়ের প্রতিশ্রুতি নিলেন বিরাট-অনুষ্কা!

নয়াদিল্লি:  দিওয়ালিতে ভক্তদের সবচেয়ে সেরা উপহারটি দিলেন বিরাট