অবশেষে মণিপুরে উঠে গেল ১৩৯দিনের অর্থনৈতিক অবরোধ

By: ABP Ananda, Web desk | Last Updated: Monday, 20 March 2017 7:35 AM
অবশেষে মণিপুরে উঠে গেল ১৩৯দিনের অর্থনৈতিক অবরোধ

ইম্ফল: আজ মণিপুর বিধানসভায় শক্তিপরীক্ষা। তার আগে গুরুত্বপূর্ণ সাফল্য পেল বিজেপি নেতৃত্বাধীন শাসক জোট। ইউনাইটেড নাগা কাউন্সিল বা ইউএনসি-র সঙ্গে বোঝাপড়ায় এসে চার মাসের বেশি সময় ধরে চলা অর্থনৈতিক অবরোধ তুলিয়ে নিয়ে সক্ষম হল তারা।

ইম্ফল-ডিমাপুর ও ইম্ফল-শিলচর হাইওয়েতে ১৩৯দিন ধরে চলে এই অবরোধ। নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসা ট্রাকের পর ট্রাক ঢুকতে পারেনি মণিপুরে, আসল দামের থেকে অনেক চড়া দামে জিনিসপত্র কিনতে বাধ্য হন মানুষ। ফলে গতকাল মাঝরাত থেকে অবরোধ উঠে যাওয়ায় হাঁফ ছেড়ে বাঁচলেন নাভিশ্বাস উঠে যাওয়া মণিপুরের বাসিন্দারা।

manipur

মণিপুরের পূর্বতন কংগ্রেস সরকার কয়েকটি নতুন জেলা গঠনের সিদ্ধান্ত নেওয়ায় জাতীয় সড়ক আটকে দিয়ে অবরোধে যায় ইউএনসি। তাদের অভিযোগ ছিল, এর ফলে  প্রজন্মের পর প্রজন্ম ধরে নাগারা যে সব এলাকায় বাস করে আসছেন, সেগুলো ভাগ হয়ে যাবে, ক্ষুণ্ণ হবে নাগা স্বার্থ। ওই জেলা গঠনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তোলে তারা, জানিয়ে দেয়, তা না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়া হবে।

এন বীরেন সিংহ সরকার জানিয়েছিল, ক্ষমতায় আসার পর তাদের প্রথম কাজ, দীর্ঘদিন ধরে চলা অর্থনৈতিক অবরোধ তোলার ব্যবস্থা করা। সেইমতো সেনাপতি এলাকায় ইউএনসি সদর দফতরে সদ্য গঠিত বিজেপি সরকার বৈঠকে বসে এই নাগা গোষ্ঠীর সঙ্গে। কেন্দ্রের উপস্থিতিতে রাজ্য তাদের আশ্বাস দেয়, সব পক্ষের সঙ্গে আলোচনা না করে নতুন জেলা গঠন হবে না। এরপর ইউএনসি জানিয়ে দেয়, গণতান্ত্রিক পদ্ধতিতে আলোচনার পরিবেশ গড়ে তুলতে অবরোধ তুলে নেওয়া হবে। তখনই বাজি ফাটিয়ে শুরু হয় উৎসব।

এক মাসের মধ্যে পরবর্তী বৈঠক হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

 

First Published: Monday, 20 March 2017 7:35 AM

Related Stories

রাইসিনা হিলস অতীত, বিদায়ী রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের নতুন ঠিকানা ১০ রাজাজী মার্গ
রাইসিনা হিলস অতীত, বিদায়ী রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের নতুন...

নয়াদিল্লি ও বীরভূম: আজই শেষ। ৩৩০ কামরার এই রাষ্ট্রপতি ভবন এবার অতীত। প্রণব

হিংসামুক্ত পরিবেশে আলোচনার পক্ষে জোর সওয়াল বিদায়ী রাষ্ট্রপতি প্রণবের
হিংসামুক্ত পরিবেশে আলোচনার পক্ষে জোর সওয়াল বিদায়ী রাষ্ট্রপতি...

নয়াদিল্লি: রাষ্ট্রপতি হিসেবে জাতির উদ্দেশে শেষ ভাষণে মুক্ত পরিবেশে

রাষ্ট্রপতি প্রণববাবুর দিশা বিরাট সাহায্য করবে আমায়, বললেন মোদী
রাষ্ট্রপতি প্রণববাবুর দিশা বিরাট সাহায্য করবে আমায়, বললেন মোদী

নয়াদিল্লি: বিদায়ী রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে একইসঙ্গে গভীর জ্ঞানের

গরিবদের জন্য নির্দিষ্ট জমি দখলের অভিযোগ কংগ্রেসের, অস্বীকার করলেন বেঙ্কাইয়া
গরিবদের জন্য নির্দিষ্ট জমি দখলের অভিযোগ কংগ্রেসের, অস্বীকার করলেন...

নয়াদিল্লি: এনডিএ-র উপরাষ্ট্রপতি প্রার্থী বেঙ্কাইয়া নাইডুর বিরুদ্ধে গরিব,

আরও কম সময় লাগবে সেনার, চিন-সীমান্তে ২টি সুড়ঙ্গ তৈরি করবে বিআরও
আরও কম সময় লাগবে সেনার, চিন-সীমান্তে ২টি সুড়ঙ্গ তৈরি করবে বিআরও

ইটানগর: সেনাবাহিনীর যাতায়াতের সুবিধের জন্য চিন সীমান্ত লাগোয়া অঞ্চলে

অমরনাথ হামলায় জড়িত লস্করের ‘ওভারগ্রাউন্ড ওয়ার্কাররা’ চিহ্নিত, জানাল কাশ্মীর পুলিশ
অমরনাথ হামলায় জড়িত লস্করের ‘ওভারগ্রাউন্ড ওয়ার্কাররা’ চিহ্নিত,...

শ্রীনগর: অমরনাথ তীর্থযাত্রীদের ওপর হামলায় জড়িত লস্কর-ই-তৈবার

ইরাকে অপহৃত ৩৯ ভারতীয়: সুষমার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনছে কংগ্রেস
ইরাকে অপহৃত ৩৯ ভারতীয়: সুষমার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনছে...

নয়াদিল্লি: তিন বছর আগে ইরাকে অপহৃত ৩৯ ভারতীয় শ্রমিকের ইস্যু নিয়ে এবার সুষমা

কার্গিল যুদ্ধের সময় ভারতের বোমার হাত থেকে অল্পের জন্য বেঁচে যান শরিফ-মুশারফ, দাবি
কার্গিল যুদ্ধের সময় ভারতের বোমার হাত থেকে অল্পের জন্য বেঁচে যান...

নয়াদিল্লি: কার্গিল যুদ্ধের সময় অল্পের জন্য ভারতীয় বায়ুসেনার বোমার আঘাত

কাশ্মীরে গিলানির জামাই সমেত ৭ বিচ্ছিন্নতাবাদীকে গ্রেফতার এনআইএ-র
কাশ্মীরে গিলানির জামাই সমেত ৭ বিচ্ছিন্নতাবাদীকে গ্রেফতার এনআইএ-র

শ্রীনগর ও নয়াদিল্লি: কাশ্মীরে সন্ত্রাসবাদী, নাশকতামূলক কার্যকলাপে অর্থ

গোল চাপাটি না বানানোয় অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন
গোল চাপাটি না বানানোয় অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন

নয়াদিল্লি: অন্তঃসত্ত্বা স্ত্রী পুরোপুরি গোল চাপাটি বানাতে না পারায় তাঁকে