সুখের মাপকাঠিতে বাংলাদেশ, পাকিস্তান ও ইরাকের পিছনে ভারত

By: ABP Ananda, Web desk | Last Updated: Tuesday, 21 March 2017 8:29 AM
সুখের মাপকাঠিতে বাংলাদেশ, পাকিস্তান ও ইরাকের পিছনে ভারত

নয়াদিল্লি: সুখী নয় দেশবাসী। এক সমীক্ষা বলছে, সুখের মাপকাঠিতে আমরা অনেক পিছিয়ে। চিন, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ এমনকী বিস্ফোরণ বিধ্বস্ত ইরাকও ভারতের থেকে এগিয়ে। এমনটাই দাবি করেছে এ বছরের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট।

ওই রিপোর্ট সমীক্ষাটি করে ১৫৫ দেশের মধ্যে। ভারত এসেছে ১২২ নম্বরে, ১ নম্বরে নরওয়ে। গতবার চার নম্বরে থাকা দেশের মানুষ এ বছর সবথেকে সুখী। তিনবারের ফার্স্ট বয় ডেনমার্ককে হঠিয়ে দিয়েছে তারা। ডেনমার্ক এবার ২ নম্বরে। ৩ নম্বরে আইসল্যান্ড, ৪-এ সুইজারল্যান্ড ও ৫-এ ফিনল্যান্ড। আমেরিকা রয়েছে ১৪ নম্বরে, ১ ধাপ নেমে গিয়েছে তারা।

২০১৩ থেকে ২০১৫-য় ভারত ছিল ১১৮ নম্বরে। এবার আরও চার ধাপ নেমে গিয়েছি আমরা। চিন আছে ৭৯ নম্বরে, পারিস্তান ৮০ নম্বরে, নেপাল ৯৯ নম্বরে, বাংলাদেশ ১১০ নম্বরে ও ইরাক ১১৭ নম্বরে। শ্রীলঙ্কাও ভারতের ওপরে, ১২০ নম্বরে।

মাথাপিছু জিডিপি, সামাজিক সমর্থন, সুস্বাস্থ্য, ব্যক্তিগত পছন্দের স্বাধীনতা, দয়াদাক্ষিণ্য ও দুর্নীতির মাপকাঠিতে ঠিক হয় এই হ্যাপিনেস রিপোর্ট। ২০১২ সাল থেকে প্রকাশিত হচ্ছে এই রিপোর্টটি। এটি প্রকাশ করে সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক।

সংস্থাটি জানাচ্ছে, এই রিপোর্টে পরিষ্কার, শক্তপোক্ত সামাজিক ভিত্তি থেকেই মূলত আসে সুখ। তাই সমাজের মধ্যে ভরসা ও সুস্বাস্য প্রয়োজন, বন্দুক বা দেওয়াল নয়।

এবারের রিপোর্টে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কর্মক্ষেত্রে সুখকে, কারণ মানুষের জীবনের বেশিরভাগ সময় এখানেই কেটে যায়। তাই সন্তুষ্টির সন্ধানে রোজগার ও বেরোজগারের ভূমিকা রীতিমত গুরুত্বপূর্ণ বলে জানানো হয়েছে। আর চাকরি, চাকরির ধরন ও কোন শিল্পে কর্মরত- সে সব রীতিমত দরকারি। যাঁদের মাইনে বেশি তাঁরা সুখী ঠিকই কিন্তু সেটা সুখের অন্যতম কারণ, এর বেশি কিছু নয়। জীবন ও কাজের মধ্যে সামঞ্জস্য, কাজের বৈচিত্র্য ও কর্মক্ষেত্রে স্বাধীনতা- সুখের জন্য সবই জরুরি।

 

 

First Published: Tuesday, 21 March 2017 8:27 AM

Related Stories

পণের জন্য নির্যাতনের অভিযোগ, আত্মঘাতী সেনা মেজরের স্ত্রী
পণের জন্য নির্যাতনের অভিযোগ, আত্মঘাতী সেনা মেজরের স্ত্রী

হায়দরাবাদ:  পণের বলি এবার সেনাবাহিনীর এক মেজরের স্ত্রী। পেশায় রেডিও জকি

মালেগাঁও বিস্ফোরণ: জামিন পেলেন সাধ্বী প্রজ্ঞা
মালেগাঁও বিস্ফোরণ: জামিন পেলেন সাধ্বী প্রজ্ঞা

মুম্বই: জামিন পেলেন ২০০৮-এর মালেগাঁও বিস্ফোরণের প্রধান অভিযুক্ত সাধ্বী

মোষ নিয়ে যাওয়ার অপরাধে তিন ব্যক্তির ওপর হামলা, অভিযুক্তদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল মানেক গাঁধীর নির্দেশে, দাবি পিএফএ সভাপতির
মোষ নিয়ে যাওয়ার অপরাধে তিন ব্যক্তির ওপর হামলা, অভিযুক্তদের...

চণ্ডীগড়:  শনিবার মোষ নিয়ে যাওয়ার অপরাধে যে তিন ব্যক্তির ওপর হামলা চালানো

বিশ্বের সবচেয়ে ভারী মহিলার চিকিত্সা নিয়ে মিথ্যে বলছেন চিকিত্সকরা, ২৪০ কেজি ওজন কমেনি, দাবি ইমনের বোনের
বিশ্বের সবচেয়ে ভারী মহিলার চিকিত্সা নিয়ে মিথ্যে বলছেন চিকিত্সকরা,...

মুম্বই:  মুম্বইয়ে এইমুহূর্তে সইফি হাসপাতালে ওজন কমানোর চেষ্টা চলছে মিশরের

উপত্যকায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিল কেন্দ্র
উপত্যকায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিল...

নয়াদিল্লি: কাশ্মীরে শান্তি ফেরাতে পাকিস্তানপন্থী হুরিয়ত কনফারেন্সের

বিচার না পেলে স্বেচ্ছামৃত্যুর অধিকার দিন, আর্তি উত্তরপ্রদেশের তালাকপ্রাপ্ত মহিলার
বিচার না পেলে স্বেচ্ছামৃত্যুর অধিকার দিন, আর্তি উত্তরপ্রদেশের...

লখনউ: হায়দরাবাদের পর উত্তরপ্রদেশ। দেশের একের পর এক জায়গা থেকে উঠে আসছে তিন

ছত্তিশগড়ে শহিদ জওয়ানদের মধ্যে ৩ জন বাঙালি, হামলার নেপথ্যে নকশাল নেতা হিমদা
ছত্তিশগড়ে শহিদ জওয়ানদের মধ্যে ৩ জন বাঙালি, হামলার নেপথ্যে নকশাল...

সুকমা: ছত্তীসগঢ়ের সুকমায় মাওবাদী হানায় শহিদ সিআরপিএফ জওয়ানদের মধ্যে ৩ জন

শ্বশুরের সঙ্গে যৌনতায় অস্বীকার, হায়দরাবাদে জন্মদিনে স্ত্রীকে তালাক ‘উপহার’ স্বামীর
শ্বশুরের সঙ্গে যৌনতায় অস্বীকার, হায়দরাবাদে জন্মদিনে স্ত্রীকে...

হায়দরাবাদ: শ্বশুরের সঙ্গে যৌন সম্পর্কে যেতে রাজি হননি। এই ‘অপরাধে’

ইতিহাসের কিন্তু পুনরাবৃত্তি হয়, বৃদ্ধ বাবা-মার প্রতি দুর্ব্যবহারকারীদের সতর্কবার্তা দিল্লি হাইকোর্টের
ইতিহাসের কিন্তু পুনরাবৃত্তি হয়, বৃদ্ধ বাবা-মার প্রতি...

নয়াদিল্লি: ‘বাবা-মায়ের প্রতি দুর্ব্যবহার করবেন না। কারণ, ইতিহাস তো ফিরে

 বাহিনীর গতিবিধির খবর মাওবাদীদের কাছে পৌঁছে দেয় গ্রামবাসীরা, দাবি আহত সিআরপি জওয়ানের
বাহিনীর গতিবিধির খবর মাওবাদীদের কাছে পৌঁছে দেয় গ্রামবাসীরা, দাবি...

রায়পুর: জওয়ানদের গতিবিধির যাবতীয় খবরাখবর মাওবাদীদের কাছে পৌঁছে দিয়েছিল

Recommended