৬ ডিসেম্বর: 'শান্তি বজায় রাখতে' কারাত, স্বামীর ভাষণের আলাদা অনুষ্ঠানের অনুমতি বাতিল জেএনইউ কর্তৃপক্ষের

By: Web Desk, ABP Ananda | Last Updated: Wednesday, 6 December 2017 7:14 PM
৬ ডিসেম্বর: 'শান্তি বজায় রাখতে' কারাত, স্বামীর ভাষণের আলাদা অনুষ্ঠানের অনুমতি বাতিল জেএনইউ কর্তৃপক্ষের

নয়াদিল্লি: ‘ক্যাম্পাসে শান্তি বজায় রাখতে’ বুধবার অযোধ্যায় বাবরি কাঠামো ধ্বংসের ২৫-তম বর্ষপূর্তির দিনের রাতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) দুটি হস্টেলে প্রায় একই সময়ে সুব্রহ্মণ্যম স্বামী, প্রকাশ কারাতের অনুষ্ঠান বাতিল করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
কোয়না হস্টেলে রাত সাড়ে নটায় বক্তৃতা ছিল বিজেপি সাংসদ স্বামীর। বিষয় কেন অযোধ্যায় রামমন্দির চাই? সিপিএম শীর্ষনেতার বলার কথা ছিল রিক্লেইমিং দি রিপাবলিক, এই বিষয় নিয়ে। সার্কুলার দিয়ে ডিন অব স্টুডেন্টস জানান, ক্যাম্পাসে শান্তি, সৌহার্দ্য ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে ৬ ডিসেম্বর রামজন্মভূমি ও বাবরি মসজিদ সংক্রান্ত আলোচনা, ভাষণের অনুষ্ঠান বাতিল করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কারাত আলোচনার অনুমতি না দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অত্যন্ত গণতান্ত্রিক পদক্ষেপ নিয়েছে বলে অভিযোগ করেন কারাত। তিনি নিজেও জেএনইউয়ের প্রাক্তন পড়ুয়া। আলোচনা হতে না দেওয়া ‘জেএনইউয়ের ঐতিহ্যের পরিপন্থী’ বলে এর তীব্র নিন্দা করেন তিনি।
স্বামী নিজের ট্যুইটার হ্যান্ডলে এক নেটিজেনের পোস্ট রিট্যুইট করেন। সেই পোস্টে বলা হয়েছে, জেএনইউয়ের দ্বিচারিতা। সন্ত্রাসবাদী আফজল গুরুর মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান হতে দিল! ডঃ স্বামীর রামমন্দির নিয়ে ভাষণের অনুমতি মিলল না!

স্বামীর সভার আয়োজক বিবেকানন্দ বিচার মঞ্চ। প্রাচী সিংহ নামে তাদের এক সদস্য, যিনি জেএনইউয়ের পড়ুয়াও, বলেন, ২৭ নভেম্বর স্বামীর অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়। গতকাল বিকাল চারটে নাগাদ নোটিস দিয়ে অনুষ্ঠানটি কর্তৃপক্ষ বাতিল করেছে বলে জানানো হয়। অফিস বিকেল পাঁচটায় বন্ধ হয়। আমাদের হাতে বিষয়টি নিয়ে কিছু করার সময় ছিল না। আমরা ওদের দিক থেকে যথাযথ ব্যাখ্যার অপেক্ষা করছি।
তাঁদের সংগঠনটি রাজনৈতিক নয়, বইমেলা, রক্তদান শিবিরের মতো সামাজিক কর্মসূচিতে সামিল হয় বলে দাবি করেন প্রাচী। এ প্রসঙ্গে জেএনইউয়ের শিক্ষক সংগঠনের সভাপতি আয়েশা কিদোয়াই মন্তব্য করেন, ‘সবচেয়ে অগণতান্ত্রিক কার্যকলাপ’ নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আলোচনারই জায়গা যে কোনও বিশ্ববিদ্যালয়।

First Published: Wednesday, 6 December 2017 6:47 PM

Related Stories

মিরাটে শপথ গ্রহণ অনুষ্ঠানে বন্দেমাতরমের সময় উঠে দাঁড়ালেন না মেয়র, বিক্ষোভ বিজেপি কর্মী-সমর্থকদের
মিরাটে শপথ গ্রহণ অনুষ্ঠানে বন্দেমাতরমের সময় উঠে দাঁড়ালেন না মেয়র,...

মিরাট:উত্তরপ্রদেশের মিরাটে নগর নিগমে শপথগ্রহণ অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত

পাকিস্তানকে টেনে গুজরাত ভোটে অনৈতিক ভাবে জেতার চেষ্টা হচ্ছে, মোদীকে কটাক্ষ শিবসেনার, 'ধিক্কার' পাওয়ারের
পাকিস্তানকে টেনে গুজরাত ভোটে অনৈতিক ভাবে জেতার চেষ্টা হচ্ছে,...

শিবসেনার কটাক্ষ, পায়ের তলা থেকে মাটি সরে গেলেই পাকিস্তান বা পলাতক অপরাধী

একেকটার দাম ৮০ হাজার, দিনে ৫টা তাইওয়ান থেকে আনা মাশরুম খেয়ে ফরসা হয়েছেন মোদী! জনসভায় কটাক্ষ অল্পেশের
একেকটার দাম ৮০ হাজার, দিনে ৫টা তাইওয়ান থেকে আনা মাশরুম খেয়ে ফরসা...

অল্পেশ দুর্নীতির প্রসঙ্গ এনে আরও বলেন, প্রধানমন্ত্রীই যদি দিনে ৪ লক্ষ টাকা

কেরলে দলিত ছাত্রীর ধর্ষণ, খুনে দোষী সাব্যস্ত অসম থেকে যাওয়া শ্রমিক, সাজা ঘোষণা হতে পারে কাল, মৃত্যুদণ্ড চান মা
কেরলে দলিত ছাত্রীর ধর্ষণ, খুনে দোষী সাব্যস্ত অসম থেকে যাওয়া...

এ ঘটনায় ইসলামের যোগ প্রমাণ করতে তদন্তকারীরা ডিএনএ প্রযুক্তির মতো

অবৈধভাবে নির্মিত মন্দিরে প্রার্থনা করলে তা ঈশ্বরের কাছে পৌঁছয় কি? প্রশ্ন দিল্লি হাইকোর্টের
অবৈধভাবে নির্মিত মন্দিরে প্রার্থনা করলে তা ঈশ্বরের কাছে পৌঁছয় কি?...

নয়াদিল্লি: ফুটপাথে অবৈধভাবে নির্মিত মন্দিরে প্রার্থনা করলে তা কি ঈশ্বরের

কাশ্মীরে প্রবল তুষারপাতে নিখোঁজ পাঁচ সেনা জওয়ান
কাশ্মীরে প্রবল তুষারপাতে নিখোঁজ পাঁচ সেনা জওয়ান

শ্রীনগর: নিয়ন্ত্রণ রেখায় কাশ্মীরের গুয়ারেজ ও নওগাম সেক্টরে ভারী তুষারপাতে

সুরক্ষা বিধি ভাঙার অভিযোগ, মোদীর সি প্লেন চড়া নিয়ে বিতর্ক
সুরক্ষা বিধি ভাঙার অভিযোগ, মোদীর সি প্লেন চড়া নিয়ে বিতর্ক

মোদীর সফরের পরই সুরক্ষা বিধির প্রসঙ্গ তুলে জম্মু ও কাশ্মীর বিধানসভার

সাংসদ-বিধায়কদের বিরুদ্ধে বকেয়া মামলা: বিশেষ আদালত গঠনে রাজি, সুপ্রিম কোর্টে কেন্দ্র
সাংসদ-বিধায়কদের বিরুদ্ধে বকেয়া মামলা: বিশেষ আদালত গঠনে রাজি,...

নয়াদিল্লি: সাংসদ-বিধায়ক সহ দেশের নির্বাচিত জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ওঠা

উনার দলিত নিগ্রহের দায় কার? মোদীকে ট্যুইট রাহুলের
উনার দলিত নিগ্রহের দায় কার? মোদীকে ট্যুইট রাহুলের

রাহুল ট্যুইট করেন, না জমি, না চাকরি। স্বাস্থ্য বা শিক্ষা, কিছুই নেই।

জায়রাকাণ্ড: পুলিশ হেফাজতে অভিযুক্ত
জায়রাকাণ্ড: পুলিশ হেফাজতে অভিযুক্ত

মুম্বই: অভিনেত্রী জায়রা ওয়াসিম-কাণ্ডে অভিযুক্ত সহযাত্রীকে পুলিশ হেফাজতে