রাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী বিহারের রাজ্যপাল রামনাথ কোবিন্দ, ঘোষণা অমিত শাহের

By: ABP Ananda, Web desk | Last Updated: Monday, 19 June 2017 8:11 PM
রাষ্ট্রপতি পদে এনডিএ  প্রার্থী বিহারের রাজ্যপাল রামনাথ কোবিন্দ, ঘোষণা অমিত শাহের

নয়াদিল্লি: রাষ্ট্রপতি পদে বিহারের রাজ্যপাল রামনাথ কোবিন্দকে দাঁড় করাচ্ছে এনডিএ। যাবতীয় জল্পনায় ইতি টেনে বিজেপি সভাপতি অমিত শাহ সোমবার সাংবাদিক বৈঠকে রামনাথের নাম ঘোষণা করে বলেন, তিনি এ ব্যাপারে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী ও অন্য একাধিক  নেতার সঙ্গে কথা বলেছেন। তাঁরা যাতে রামনাথকে সর্বসম্মতভাবে সমর্থন করেন, সেই আবেদন করেছেন তাঁদের।

এমনকী সনিয়া ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গে কথা বলে তাঁদের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং।

২৩ জুন সম্ভবত মনোনয়ন পত্র পেশ করছেন দলিত সম্প্রদায়ভুক্ত কোবিন্দ।

সাংবাদিক সম্মেলনে বিজেপি সভাপতি জানান, সব দলকেই তাঁরা এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। বলেন, রামনাথ কোবিন্দ দলিত, পিছড়ে বর্গের মানুষের জ্ন্য সংগ্রাম করছেন অনেকদিন ধরেই।

নির্বাচিত হলে কোবিন্দ হবেন কে আর নারায়ণনের পর দেশের দ্বিতীয় দলিত রাষ্ট্রপতি।

অন্ধ্রপ্রদেশের ক্ষমতাসীন তেলুগু দেশম, তেলঙ্গানার শাসক দল টিআরএস কোবিন্দকে সমর্থন করবে বলে জানিয়েছে। শিবসেনা বলেছে, তারা কোবিন্দ সম্পর্কে অবস্থান ঠিক করতে বৈঠক ডাকছে।

সিপিআই জানিয়েছে, তারা কোবিন্দের পাল্টা প্রার্থী দেওয়ার পক্ষপাতী।

শোনা যাচ্ছিল, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে পারেন। কিন্তু তিনি তা খারিজ করে দিয়েছেন গুজব বলে। লোকসভা অধ্যক্ষ সুমিত্রা মহাজন ও ঝাড়খণ্ডের স্পিকার দ্রৌপদী মুর্মুর নাম ওই পদের জন্য শোনা যাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত কোভিন্দের মতো এমন একজনকে প্রার্থী করল, যাঁর সম্পর্কে আগাম কোনও আভাসই ছিল না।

সৌজন্যের খাতিরে এই সিদ্ধান্ত সাংবাদিক বৈঠকে প্রকাশের আগে জানিয়ে  দেওয়া হয় লালকৃষ্ণ আডবাণী, মুরলি মনোহর জোশীর মতো প্রবীণ নেতাদেরও, যাঁরা মোদী জমানায় দলে উপেক্ষিত বলে ঘনিষ্ঠ মহলে অনুযোগ করে থাকেন বলে শোনা যায়।

৫ দিন পর মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী স্থির করতে আজ বৈঠকে বসে বিজেপি সংসদীয় বোর্ড। প্রধানমন্ত্রী ছিলেন বৈঠকে। ছিলেন অমিত শাহ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, সংসদ বিষয়ক মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ ও বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ।

অরুণ জেটলি ইতিমধ্যেই এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কথা বলেছেন, আলোচনা সেরেছেন বিজেডির সঙ্গেও। পাশাপাশি এসপির দুই নেতা রামগোপাল যাদব ও নরেশ আগরওয়াল ভেঙ্কাইয়ার সঙ্গে দেখা করেছেন। জানিয়ে এসেছেন, কোনও অরাজনৈতিক ব্যক্তিত্ব নয়, রাইসিনা হিলে তাঁরা রাজনীতির কাউকে দেখতে চান।

এর আগে গত সপ্তাহে রাজনাথ সিংহ ও ভেঙ্কাইয়া কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর সঙ্গে দেখা করে এ ব্যাপারে আলোচনা করেছেন। উল্টোদিকে বাম নেতা সীতারাম ইয়েচুরি. এস সুধাকর রেড্ডি ও ডি রাজা ফোনে কথা বলেছেন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ারের সঙ্গে।

 

 

 

 

 

 

 

 

 

First Published: Monday, 19 June 2017 12:20 PM

Related Stories

‘জগন্নাথ রসগোল্লা’-র জিআই ট্যাগের দাবি জানানো হবে, জানালেন ওড়িশার মন্ত্রী
‘জগন্নাথ রসগোল্লা’-র জিআই ট্যাগের দাবি জানানো হবে, জানালেন ওড়িশার...

ভুবনেশ্বর: ‘ওড়িশা রসগোল্লা’-র বদলে এবার ‘জগন্নাথ রসগোল্লা’-র জিআই

সিগন্যাল ভুলে মধ্যপ্রদেশে চলে গেল ট্রেন, বিপাকে মহারাষ্ট্রের ১৫০০ কৃষক
সিগন্যাল ভুলে মধ্যপ্রদেশে চলে গেল ট্রেন, বিপাকে মহারাষ্ট্রের ১৫০০...

নয়াদিল্লি: ট্রেনের যাওয়ার কথা ছিল এক জায়গায়। চলে গেল আরেক জায়গায়। রেলের

দেশের ঐক্য বজায় রাখতেই ১৯৯০-এ করসেবকদের উপর গুলি, সাফাই মুলায়মের
দেশের ঐক্য বজায় রাখতেই ১৯৯০-এ করসেবকদের উপর গুলি, সাফাই মুলায়মের

লখনউ: নিজের ৭৯-তম জন্মদিনে ১৯৯০ সালে করসেবকদের উপর পুলিশের গুলি চালানোর

তেলঙ্গানায় পদ্মাবতী দেখানো হলে সিনেমা হল পোড়ানো হবে, মুখ্যমন্ত্রীকে হুমকি বিজেপি বিধায়কের
তেলঙ্গানায় পদ্মাবতী দেখানো হলে সিনেমা হল পোড়ানো হবে,...

হায়দরাবাদ: উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশের মতোই তেলঙ্গানাতেও

বায়ুসেনার শক্তি বাড়িয়ে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ
বায়ুসেনার শক্তি বাড়িয়ে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ...

ভারতীয় বায়ুসেনার সুখোই-৩০এমকেআই যুদ্ধ জেটবিমান থেকে উৎক্ষেপণ হয়েছে ওই

দশ বছরে ভিক্ষের টাকা জমিয়ে মন্দির ট্রাস্টে আড়াই লক্ষ টাকা দান মহিলার
দশ বছরে ভিক্ষের টাকা জমিয়ে মন্দির ট্রাস্টে আড়াই লক্ষ টাকা দান...

নয়াদিল্লি:  ৮৫ বছরের বৃদ্ধা এম.ভি সীতালক্ষ্ণীকে প্রসন্ন অঞ্জানেয়া স্বামী

পদ্মাবতী-বিতর্ক: ৩০ নভেম্বরের মধ্যে সেন্সর বোর্ড ও তথ্যসম্প্রচার মন্ত্রকের রিপোর্ট তলব সংসদীয় কমিটির
পদ্মাবতী-বিতর্ক: ৩০ নভেম্বরের মধ্যে সেন্সর বোর্ড ও তথ্যসম্প্রচার...

নয়াদিল্লি: পদ্মাবতী ইস্যু এবার গড়াল সংসদেও। সঞ্জয় লীলা বনশালী পরিচালিত

মদত লস্করের, জইশের হিট-লিস্টে বিজেপি নেতারা
মদত লস্করের, জইশের হিট-লিস্টে বিজেপি নেতারা

নয়াদিল্লি: নরেন্দ্র মোদী সরকারের কয়েকজন মন্ত্রী সহ শীর্ষস্থানীয় বিজেপি

স্বামী ফোনে তিন তালাক দিয়েছেন, অভিযোগ হায়দরাবাদের মহিলার
স্বামী ফোনে তিন তালাক দিয়েছেন, অভিযোগ হায়দরাবাদের মহিলার

হায়দরাবাদ: সুপ্রিম কোর্টের নির্দেশে তিন তালাক বাতিল হয়ে যাওয়ার পরেও এক

শরদ পাওয়ার এবং সুপ্রিয়া সুলের বিরুদ্ধে অশালীন পোস্ট, আটক এক ব্যক্তি
শরদ পাওয়ার এবং সুপ্রিয়া সুলের বিরুদ্ধে অশালীন পোস্ট, আটক এক ব্যক্তি

নাগপুর:  এনসিপি প্রধান শরদ পাওয়ার এবং তাঁর কন্যা সুপ্রিয়া সুলের বিরুদ্ধে