শ্রীনগর জেলে তল্লাশি-অভিযান এনআইএ-র, বাজেয়াপ্ত পাকিস্তানি পতাকা, জেহাদি কাগজপত্র

By: Web Desk, ABP Ananda | Last Updated: Monday, 12 March 2018 7:57 PM
শ্রীনগর জেলে তল্লাশি-অভিযান এনআইএ-র, বাজেয়াপ্ত পাকিস্তানি পতাকা, জেহাদি কাগজপত্র

শ্রীনগর: শ্রীনগরের জেলে তল্লাশি চালিয়ে ২ ডজনের বেশি মোবাইল ফোন, জেহাদি কাগজপত্র, হার্ডওয়্যার ও পাকিস্তানি পতাকা উদ্ধার করল জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ।

এদিনের এই বিশাল তল্লাশি-অভিযানে অংশ নিয়েছিল এনআইএ-র অন্তত ২০টি দল। তাদের সহায়তার জন্য ছিল এনএসজি কমান্ডো। এর পাশাপাশি, আকাশপথে গোটা জেলের ওপর নজর রাখতে ব্যবহার করা হয় ড্রোন।

প্রসঙ্গত, শ্রীনগরের কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি রয়েছে বেশ কয়েকজন কুখ্যাত জঙ্গি। ফলে, এই জেলের নিরাপত্তা-বলয় অনেকটাই কঠোর। তবু, তার মধ্যেও যে ফাঁক থেকে গিয়েছে এদিনের অভিযানে এনআইএ-র হাতে আসা সামগ্রীই তার প্রমাণ।

সম্প্রতি, কুপওয়াড়া থেকে দানিশ গুলাম লোন এবং সোহেল আহমেদ ভট্ট নামে ২ যুবককে গ্রেফতার করে এনআইএ। তদন্তকারীদের সামনে ধৃতেরা দাবি করে, কয়েকদিন আগে আল-বদর জঙ্গিগোষ্ঠীতে নতুন নিয়োগ হয়েছে। ওই যুবকরা সীমান্তের ওপারে গিয়েছে অস্ত্র প্রশিক্ষণ নিতে। আর গোটা বিষয়টির পরিকল্পনা করা হয়েছে জেলের মধ্যে থেকে।

এদিন ভোরবেলা থেকে এই তল্লাশি অভিযান শুরু হয়। চলে দুপুর পর্যন্ত। খোলা জায়গা থেকে শুরু করে প্রত্যেকটি ব্যারাক তন্নতন্ন করে তল্লাশি চলে। কাজে লাগানো হয় উচ্চক্ষমতাসম্পন্ন মেটাল ডিটেক্টর। ড্রোনের মাধ্যমে গোটা তল্লাশি প্রক্রিয়ার ওপর নজর রাখা হয়।

এদিনের তল্লাশিতে ২৫টি মোবাইল ফোন, কয়েকটি সিম কার্ড, ৫টি সিকিওর ডিজিটাল কার্ড, ৫টি পেন ড্রাইভ, একটি আইপড, প্রচুর পরিমাণ নথি, হিজবুল মুজাহিদিনের পোস্টার, পাকিস্তানি পতাকা সহ একাধিক জেহাদি কাগজপত্র বাজেয়াপ্ত করা হয়।

গত ৬ ফেব্রুয়ারি কুখ্যাত লস্কর-এ-তৈবা জঙ্গি মহম্মদ নাভেদ ভট্ট শ্রীনগরের ব্যস্ত হাসপাতাল থেকে পালিয়ে যায়। তদন্তকারীদের অনুমান, সেই ষড়যন্ত্রও এই জেলে বসেই রচিত হয়েছিল।

 

First Published: Monday, 12 March 2018 7:32 PM

Related Stories

কুপওয়াড়ায় সেনা অভিযানে খতম চার জঙ্গি
কুপওয়াড়ায় সেনা অভিযানে খতম চার জঙ্গি

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের কুপওয়াড়ায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম

পিএনবি প্রতারণা: সিবিআই তদন্তে সহযোগিতায় না চোকসির
পিএনবি প্রতারণা: সিবিআই তদন্তে সহযোগিতায় না চোকসির

নয়াদিল্লি: সিবিআই তদন্তে সহযোগিতা করতে অস্বীকার করলেন প্রায় সাড়ে

ভিএইচপির রথযাত্রা ঘিরে শোরগোল, বন্ধ করার দাবি স্ট্যালিনের, তামিলনাড়ু ধর্মনিরপেক্ষ রাজ্য, নষ্ট হবে না সম্প্রীতি, বললেন রজনীকান্ত
ভিএইচপির রথযাত্রা ঘিরে শোরগোল, বন্ধ করার দাবি স্ট্যালিনের,...

রজনীকান্ত বলেন, বলা হচ্ছে, আমার পিছনে বিজেপি আছে, আমি বলি, ঈশ্বর আছে, তারপর

মসুলে নিহতদের পরিবারের পাশে রয়েছে ভারতবাসী, ট্যুইট মোদীর
মসুলে নিহতদের পরিবারের পাশে রয়েছে ভারতবাসী, ট্যুইট মোদীর

আরেকটি ট্যুইটে তিনি লেখেন, বিদেশমন্ত্রক ও বিশেষ করে আমার সহকর্মী সুষমা

রাজ্যসভায় গণ্ডগোল, সাংসদদের ডিনার বাতিল করলেন ক্ষুব্ধ বেঙ্কাইয়া
রাজ্যসভায় গণ্ডগোল, সাংসদদের ডিনার বাতিল করলেন ক্ষুব্ধ বেঙ্কাইয়া

বেঙ্কাইয়া আজ নিজের ঘরে বিভিন্ন দলের ফ্লোর নেতাদের ডেকে গভীর অসন্তোষ

কথা পাকা হওয়ার দু বছর পরও হয়নি বিয়ে, হতাশায় আত্মহত্যা তরুণের
কথা পাকা হওয়ার দু বছর পরও হয়নি বিয়ে, হতাশায় আত্মহত্যা তরুণের

হায়দরাবাদ: বিয়ের কথা পাকা হয়ে গিয়েছে। কিন্তু দু বছর কাটলেও বিয়ে আর হয়নি।

একাধিক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার জেএনইউয়ের অধ্যাপক, ৮টি এফআইআর, একেকটিতে ৩০ হাজার টাকার বন্ডের শর্তে জামিন
একাধিক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার জেএনইউয়ের অধ্যাপক,...

তাঁর বিরুদ্ধে জেএনইউয়ের একাধিক ছাত্রী যৌন নিগ্রহের অভিযোগ তোলায় গত

তরুণদের নেতৃত্বে তুলে আনতে হবে, রাহুলের ডাকে 'অনুপ্রাণিত'গোয়া প্রদেশ কং সভাপতির ইস্তফা
তরুণদের নেতৃত্বে তুলে আনতে হবে, রাহুলের ডাকে 'অনুপ্রাণিত'গোয়া...

১৯৮৪ সালে উত্তর গোয়া কেন্দ্র থেকে লোকসভায় নির্বাচিত হন তিনি,দুবার

স্বামীর মৃত্যু, ১৫ দিনের প্যারোল মঞ্জুর শশীকলার
স্বামীর মৃত্যু, ১৫ দিনের প্যারোল মঞ্জুর শশীকলার

বেঙ্গালুরু: মারা গেলেন জেলবন্দি এআইএডিএমকে নেত্রী শশিকলা নটরাজনের স্বামী

তামিলনাড়ুতে আরেকটি পেরিয়ার মূর্তির মাথা ভাঙা হল
তামিলনাড়ুতে আরেকটি পেরিয়ার মূর্তির মাথা ভাঙা হল

পুদুকোত্তাই (তামিলনাড়ু): মূর্তি ভাঙার ধারা অব্যাহত রয়েছে। ফের