ধবন ও রোহিতকে প্রথম একাদশে রাখা নিয়ে প্রশ্ন সৌরভের

By: ABP Ananda web desk | Last Updated: Thursday, 11 January 2018 11:31 AM
 ধবন ও রোহিতকে প্রথম একাদশে রাখা নিয়ে প্রশ্ন সৌরভের

নয়াদিল্লি : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে প্রথম একাদশে শিখর ধবন ও রোহিত শর্মাকে দলে রাখা নিয়ে প্রশ্ন তুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রথম টেস্টে ভারত হেরেছে ৭২ রানে। ব্যাটিং ব্যর্থতাই কেপাটাউনের নিউল্যান্ডসে ভরাডুবি হয় টিম ইন্ডিয়ার। প্রথম একাদশে আজিঙ্কা রাহানে ও কে এল রাহুলকে রাখা হয়নি।
সৌরভ বলেছেন, শুধু রান করলেই হবে না। দেখতে হবে রান কোথায় এসেছে। বিদেশের মাটিতে অতীতে রোহিত ও ধবনের পারফরম্যান্সের রেকর্ড খুব একটা ভালো নয়। তিনি বলেছেন, ওদের রেকর্ডের দিকে তাকিয়ে দেখলেই বোঝা যাবে যে দেশের মাঠে ও বিদেশের পরিবেশে ওদের পারফরম্যান্সে প্রচুর ফারাক রয়েছে। তাই মুরলী বিজয় ও বিরাট কোহলির ওপর নির্ভরতা বেড়ে যায়। কারণ, বিদেশের মাঠে ওদের পারফরম্যান্স যথেষ্ট ভালো।
সৌরভ বলেছেন, চেতেশ্বর পূজারার ১৪ টেস্ট সেঞ্চুরির ১৩ টিই উপমহাদেশের পরিবেশে। আমি বারেবারেই কে এল রাহুলের কথা বলছি। কারণ, ও অস্ট্রেলিয়াতেও রান করেছে। ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কাকেও ও রান করেছে। এক্ষেত্রে শুধু ফর্মের কথা ভাবলেই চলবে না। দেখতে হবে ওই রান কোথায় এসেছে। তবে এখনই আতঙ্কিত হয়ে পড়ার কিছু নেই। আমি কেপটাউনের ফলাফলে আদৌ বিস্মিত নই। বিরাট কোহলির প্রতি আমার অগাধ আস্থা রয়েছে এবং আগামী ম্যাচে দলের পারফরম্যান্সের উন্নতি হবে বলেই মনে করি।
সৌরভ মনে করছেন, টিম ম্যানেজমেন্ট পরের ম্যাচেও একই কম্বিনেশন বজায় রাখবে।, খুব একটা বড়সড় বদল হবে না প্রথম একাদশে। রাহুল ও রাহানের মধ্যে একজনকে খেলানোর সম্ভাবনা রয়েছে। হয়ত রোহিতের জায়গায় মিডল অর্ডারে আনা হতে পারে রাহানেকে। টপ অর্ডারে রাহুলকেও নিয়ে আসা হতে পারে। ভারতীয় দলকে ঠাণ্ডা মাথায় খেলতে হবে এবং ব্যাটিংয়ের ক্ষেত্রে জোর দিতে হবে। সেঞ্চুরিয়নের উইকেটও দ্রুতগতিরই হবে। কেপটাউনের থেকে অনেক বেশি বাউন্স থাকবে।
দ্বিতীয় টেস্টে দলে কী ধরনের পরিবর্তন করলে ভালো হয়? এ ব্যাপারে সৌরভ বলেছেন, পাঁচ বোলার এবং ধবনের জায়গায় রাহুলকে খেলালে ভালো হয়। রাহুলের কথা বলছি কারণ, ও বিদেশের মাটিতে অতীতে ভালো খেলেছে। রোহিতকে আরও একটা সুযোগ দেওয়া উচিত। বোলিং লাইনআপে খুব একটা রদবদল না ঘটানোই ভালো।

 

First Published: Thursday, 11 January 2018 11:31 AM

Related Stories

দলে কোহলির ভুল ধরিয়ে দেওয়ার কেউ নেই, বললেন বীরেন্দ্র সহবাগ
দলে কোহলির ভুল ধরিয়ে দেওয়ার কেউ নেই, বললেন বীরেন্দ্র সহবাগ

নয়াদিল্লি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম দুটি টেস্টে হারের পর

চোটের কারণে অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নাদালের
চোটের কারণে অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নাদালের

মেলবোর্ন: চোটে কাবু হয়ে অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় রাফায়েল নাদালের।

অধিনায়ক হিসেবে এখনও শিখছেন, সমালোচনার মুখে স্বীকারোক্তি কোহলির
অধিনায়ক হিসেবে এখনও শিখছেন, সমালোচনার মুখে স্বীকারোক্তি কোহলির

জোহানেসবার্গ: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ ইতিমধ্যেই হেরে

ড্রেসিংরুমে কোহলির মতামতকে চ্যালেঞ্জ জানানোর কেউ নেই, নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে মন্তব্য গ্রেম স্মিথের
ড্রেসিংরুমে কোহলির মতামতকে চ্যালেঞ্জ জানানোর কেউ নেই, নেতৃত্ব...

জোহানেসবার্গ: ওয়ার্ন্ডারার্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আগামীকাল সিরিজের

দক্ষিণ আফ্রিকায় ভারতের পরাজয় পর্যালোচনা করবে বোর্ডের প্রশাসনিক কমিটি
দক্ষিণ আফ্রিকায় ভারতের পরাজয় পর্যালোচনা করবে বোর্ডের প্রশাসনিক...

নয়াদিল্লি: সফর শেষ হওয়ার পর দক্ষিণ আফ্রিকায় ভারতীয় দলের হতাশাজনক

দেখুন: ভারতের 'জন্টি রোডস' হয়ে উঠলেন বিনয় কুমার
দেখুন: ভারতের 'জন্টি রোডস' হয়ে উঠলেন বিনয় কুমার

নয়াদিল্লি: ১৯৯২-এর বিশ্বকাপের অনেকগুলি স্মরণীয় মুহূর্তের মধ্যে একটি পাক

এমন ক্যাচ!! চোখে না দেখলে বিশ্বাস করা যায় না
এমন ক্যাচ!! চোখে না দেখলে বিশ্বাস করা যায় না

নয়াদিল্লি: ক্রিকেটে ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি দুরন্ত ফিল্ডিংয়ে ক্যাচ

'ওর মাথায় বল মারতে চেয়েছিলাম', শ্রীসন্তের সঙ্গে লড়াইয়ের স্মৃতি রোমন্থন অ্যান্দ্রে নেলের
'ওর মাথায় বল মারতে চেয়েছিলাম', শ্রীসন্তের সঙ্গে লড়াইয়ের স্মৃতি...

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ ইতিমধ্যেই হেরে গিয়েছে ভারত।

এবারের আইপিএল চলবে ৭ এপ্রিল থেকে ২৭ মে, উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল মুম্বইতে
এবারের আইপিএল চলবে ৭ এপ্রিল থেকে ২৭ মে, উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল...

নয়াদিল্লি: আইপিএলের একাদশ মরশুমের খেলা শুরু হবে আগামী ৭ এপ্রিল। চলবে ২৭ মে

 বল বিকৃতির অভিযোগ, খারিজ করলেন স্মিথ
বল বিকৃতির অভিযোগ, খারিজ করলেন স্মিথ

নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের একদিনের সিরিজ ৩-০ জিতে