অধিনায়ক কোহলির ধোনিকে এখনও প্রয়োজন, মনে করেন সৌরভ

By: ABP Ananda, Webdesk | Last Updated: Sunday, 22 October 2017 7:19 AM
 অধিনায়ক কোহলির ধোনিকে এখনও প্রয়োজন, মনে করেন সৌরভ

নয়াদিল্লি : মহেন্দ্র সিংহ ধোনির হাত থেকে ভারতীয় দলের অধিনায়কত্বের ভার গ্রহণের পর নিজের যোগ্যতার প্রমাণ ইতিমধ্যেই দিয়েছেন বিরাট কোহলি। পর পর আটটি টেস্ট সিরিজ ও ছয়টি একদিনের সিরিজ জিতে দলকে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন কোহলি।
টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও সীমিত ওভারের ক্রিকেটে কোহলির দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় ধোনি। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করেন,  ধোনিকে এখনও প্রয়োজন কোহলির। অধিনায়কত্বর ক্ষেত্রে কোহলির ধোনির সহায়তা প্রয়োজন কোহলির।
ধোনির ভবিষ্যত সম্পর্কে ইতিমধ্যেই কোনও কোনও মহলে সংশয় ব্যক্ত করা হয়েছে। কিন্তু সৌরভ মনে করছেন, ২০১৯-র বিশ্বকাপে খুব সহজেই দলে চলে আসবেন ধোনি।
ইংল্যান্ডে আগামী বিশ্বকাপ। এই টুর্নামেন্টে ভারতীয় দলে ধোনি থাকবেন বলেই ধারনা সৌরভের। তিনি বলেছেন, ধোনির ক্ষেত্রে সবচেয়ে ভালো দিকটা হল যে, কোহলি তাঁকে চান। ধোনির বয়স এখন ৩৬। ২০০৪-এর পাকিস্তান সফরে ধোনি যেমন ছিলেন এখন মোটেই তেমন নেই। এখন অনেক পরিণত ধোনি। ২০০৪-র তুলনায় একেবারেই অন্যরকম প্লেয়ার। শুধু উইকেটরক্ষক হিসেবে নয়, নেতৃত্বদানের দক্ষতার জন্য ধোনিকে প্রয়োজন কোহলির। ধোনি অনেক অভিজ্ঞ। স্ট্যাম্পের পিছনে দাঁড়িয়ে দলকে পরিচালনা করতে সিদ্ধহস্ত মাহি।
সৌরভ বলেছেন, অনেক কঠিন পরিস্থিতিতেও কোহলির আস্থা কুড়িয়েছেন ধোনি। আর বয়স তাঁর ফিটনেসে কোনও ছাপই  ফেলতে পারেনি। প্রাক্তন অধিনায়ক বলেছেন, ধোনির পাশে রয়েছেন কোহলি। এটাই একজন প্লেয়ার চান। ওর খেলার ধরন বদলে গিয়েছে। কিন্তু এটা তো সকলের ক্ষেত্রেই হয়। বয়স বাড়লে নিজের অবস্থান, সুনাম এবং ধারাবাহিকতা নিয়ে একটা আশঙ্কা থাকে। তাই খেলার ধরন বদলে যায়। ধোনির ক্ষেত্রেও সেটাই হয়েছে। বয়সের সঙ্গে সচিনেরও খেলার ধরন বদলে গিয়েছিল। ধোনি ২০১৯ পর্যন্ত খেলে দিতে পারবেন বলে মনে করেন সৌরভ।
ভবিষ্যতে দলে ধোনির জায়গা ঋদ্ধিমান সাহা নিতে পারেন বলেও জানিয়েছেন সৌরভ। তিনি বলেছেন, ধোনি কিছুটা আলাদা। পুরোপুরি কেতাবি নয়। কিন্তু সফল হওয়ার জন্য একটু আলাদা হতেই হয়। কিন্ত এর পাশাপাশি ঋদ্ধির দিকেও নজর রাখতে হবে। উইকেটরক্ষক হিসেবে ও ধোনির চেয়ে ভালো। দেশে এই মুহুর্তে সেরা কিপার ঋদ্ধি। ভারতের হয়ে ৬ বা ৭ নম্বরে ব্যাট করে ও। কাজেই ঋদ্ধির দিকে নজর রাখতেই হবে।

First Published: Sunday, 22 October 2017 7:19 AM

Related Stories

ভারতে বিলাসবহুল আবাসন দুর্নীতিতে নাম জড়াল মারিয়া শারাপোভার, দায়ের মামলা
ভারতে বিলাসবহুল আবাসন দুর্নীতিতে নাম জড়াল মারিয়া শারাপোভার,...

নয়াদিল্লি: এবার ভারতে আবাসন দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ উঠল রাশিয়ার

 হরভজনের মেয়েকে ছেলে বলে ভুল করলেন সৌরভ, সোশ্যাল মিডিয়ায় নির্মল হাসির ঢেউ
হরভজনের মেয়েকে ছেলে বলে ভুল করলেন সৌরভ, সোশ্যাল মিডিয়ায় নির্মল...

কলকাতা: হরভজন সিংহর মেয়েতে ছেলে বলে ভুল করলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক

আইসিসি র‌্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে উঠে এলেন কোহলি
আইসিসি র‌্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে উঠে এলেন কোহলি

দুবাই: টেস্ট ক্রিকেটে আইসিসি-র ব্যাটসম্যানদের  র‌্যাঙ্কিংয়ে একধাপ এগোলেন

দ্বিতীয় টেস্টে বিশ্রাম ভূবনেশ্বর, ধবনকে, দলে ডাক পেলেন তামিলনাড়ুর অলরাউন্ডার শঙ্কর
দ্বিতীয় টেস্টে বিশ্রাম ভূবনেশ্বর, ধবনকে, দলে ডাক পেলেন তামিলনাড়ুর...

নয়াদিল্লি: শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করল ভারতীয়

দেখুন: ‘জোরু কা গোলাম’ হতে চলেছে ভূবি, রসিকতা শিখরের
দেখুন: ‘জোরু কা গোলাম’ হতে চলেছে ভূবি, রসিকতা শিখরের

নয়াদিল্লি:  জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন ভারতীয় দলের তারকা পেসার

ক্রিকেট লিগে বেটিং, ধৃত পাঁচ ভারতীয়কে প্রত্যর্পণ করবে বাংলাদেশ
ক্রিকেট লিগে বেটিং, ধৃত পাঁচ ভারতীয়কে প্রত্যর্পণ করবে বাংলাদেশ

ঢাকা: বাংলাদেশে ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় বেআইনি বেটিংয়ের বিরুদ্ধে হানা

রানিং বিটুইন দ্য উইকেটে 'বিদ্যুতের গতি' আনতে উসেইন বোল্টের শরণাপন্ন অজি ব্যাটসম্যানরা
রানিং বিটুইন দ্য উইকেটে 'বিদ্যুতের গতি' আনতে উসেইন বোল্টের শরণাপন্ন...

সিডনি: অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের রানিং বিটুইন দ্য উইকেটে উন্নতি ঘটাতে

 দেখুন: স্ত্রী সাক্ষীর জন্মদিন পালন করলেন ধোনি
দেখুন: স্ত্রী সাক্ষীর জন্মদিন পালন করলেন ধোনি

নয়াদিল্লি: ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি প্রায়শই দলের

কোহলির শতরান, ভূবনেশ্বরের দুরন্ত বোলিং সত্ত্বেও ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্ট ড্র
কোহলির শতরান, ভূবনেশ্বরের দুরন্ত বোলিং সত্ত্বেও ভারত-শ্রীলঙ্কা...

কলকাতা: জয়ের দোরগোড়ায় এসেও থামল ভারত।  কোনওমতে হার বাঁচাল শ্রীলঙ্কা।