মৃত মায়ের সঙ্গে ফ্ল্যাটে একা বেশ কয়েকদিন থাকার পর উদ্ধার তিন বছরের শিশু

By: ABP Ananda, web desk | Last Updated: Friday, 17 March 2017 2:07 PM
মৃত মায়ের সঙ্গে ফ্ল্যাটে একা বেশ কয়েকদিন থাকার পর উদ্ধার তিন বছরের শিশু

ফাইল ছবি

ইস্ট হার্টফোর্ড, কানেক্টিকাট: তিন বছরে ছোট্ট মেয়েটা ভেবেছিল, মা ঘুমিয়ে আছে। বাড়িতে টিভি চলছিল। কখনও টিভি দেখেছে, কখনও কেঁদেকেটে মাকে ঘুম থেকে তোলার চেষ্টা করেছে। কিন্তু মা ওঠেনি। অগত্যা মেঝেয় পড়ে থাকা খাবারের কনা কুড়িয়েই পেট ভরানোর চেষ্টা করেছে। শেষপর্যন্ত এক সামাজিক প্রকল্পের কর্মী ফ্ল্যাটে এসে দেখেন, বাড়িতে ওই শিশুটি ছাড়া আর কারুর সাড়া পাওয়া যাচ্ছে না। দরজা খুলে দেখতে পান, শিশুটির মায়ের প্রাণহীন দেহ পড়ে রয়েছে বিছানায়।আমেরিকার ইস্ট হার্টফোর্ডে গত সোমবার ৩৭ বছর বয়সী ওই মহিলার দেহ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

শিশুটিকে একা একা ঠিক কতগুলি দিন মৃত মায়ের সঙ্গে কাটাতে হয়েছে, তা তদন্তকারীরা নিশ্চিত করে বলতে পারছেন না। তবে তাঁরা বলছেন, বেশ কয়েকটা দিন তাকে ওই অবস্থায় কাটাতে হয়েছিল।

মৃত মহিলা ও তাঁর শিশুর পরিচয় জানানো হয়নি। ওই মহিলাকে কেউ খুন করে গেছে, এমন কোনও প্রমাণ পুলিশ পায়নি। তবে মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে, মহিলার মৃত্যু কীভাবে হয়েছে।

শিশুটি কয়েকদিন ধরেই ডে কেয়ার সেন্টারে আসছে না দেখে খোঁজ নিতে গিয়েছিলেন সামাজিক প্রকল্পের ওই কর্মী। শিশুটিকে একটি মেডিক্যাল সেন্টারে চিকিত্সার জন্য নিয়ে যাওয়া হয়েছে। সে সম্পূর্ণ সুস্থ। তবে কিছুটা শুকিয়ে গিয়েছে।

এক প্রতিবেশী বলেছেন, ওই মহিলা ও তাঁর শিশুটির অ্যাপার্টমেন্টে গত সপ্তাহ থেকেই খুব জোরে টেলিভিশনের আওয়াজ আসছিল। তিনি শিশুটিকে কাঁদতে ও চিত্কার করতেও শুনেছেন। তিনি ভেবেছিলেন, মেয়েটিকে হয়ত বকাঝকা করা হয়েছে।অন্য কোনও কিছু সন্দেহজনক তাঁর মনে হয়নি। ওই প্রতিবেশী আরও বলেছেন, ওই মহিলার মৃতদেহ উদ্ধারের পর আমার খুব খারাপ লাগছে। নিজেকে কিছুটা দায়ী মনে হচ্ছে।

 

 

 

First Published: Friday, 17 March 2017 2:07 PM

Related Stories

দেখুন! জন্মের পরই হাঁটছে এই দুধের শিশু
দেখুন! জন্মের পরই হাঁটছে এই দুধের শিশু

নয়াদিল্লি: জন্মেছে কয়েক মিনিটও হয়নি। অথচ ছোট্ট ছোট্ট তুলতুলে পায়ে দিব্যি

পাকিস্তান পরমাণু শক্তিধর হওয়ায় দক্ষিণ এশিয়ায় ক্ষমতার ভারসাম্য রয়েছে, দাবি শরিফের
পাকিস্তান পরমাণু শক্তিধর হওয়ায় দক্ষিণ এশিয়ায় ক্ষমতার ভারসাম্য...

ইসলামাবাদ: ১৯৯৮ সালে পাকিস্তানের পরমাণু পরীক্ষার ফলে দক্ষিণ এশিয়ায়

মেরে ফেলা হোক কুলভূষণকে, পাক সুপ্রিম কোর্টে ফাইল পিটিশন
মেরে ফেলা হোক কুলভূষণকে, পাক সুপ্রিম কোর্টে ফাইল পিটিশন

লাহৌর: যদি আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ড বহাল

আমেরিকায় ১৩ বছরের ছাত্রী পেল ‘ভবিষ্যতে খুব সম্ভবত জঙ্গি হবে’ পুরস্কার
আমেরিকায় ১৩ বছরের ছাত্রী পেল ‘ভবিষ্যতে খুব সম্ভবত জঙ্গি হবে’...

হিউস্টন: বড় হলে নির্ঘাত জঙ্গি হবে। আমেরিকার টেক্সাসের সপ্তম শ্রেণির এক

ম্যাঞ্চেস্টার হামলার রাতে হামলাকারীর শেষমুহূর্তের গতিবিধির সিসিটিভি ফুটেজ প্রকাশ পুলিশের
ম্যাঞ্চেস্টার হামলার রাতে হামলাকারীর শেষমুহূর্তের গতিবিধির...

ম্যাঞ্চেস্টার: ম্যাঞ্চেস্টারে আরিয়ানা গ্র্যান্ড কনসার্টে হামলার ঠিক

নিউ ইয়র্কে বিমান কর্মীকে কামড়ানোর চেষ্টা করে প্লেন থেকে লাফ দিল যাত্রী
নিউ ইয়র্কে বিমান কর্মীকে কামড়ানোর চেষ্টা করে প্লেন থেকে লাফ দিল...

নিউ ইয়র্ক: বিমান কর্মীকে কামড়ানোর চেষ্টা করেই ক্ষান্ত হননি। আচমকা লাফ

রমজানের প্রথম দিনেই আফগানিস্তানে আত্মঘাতী হামলা, মৃত ১৮
রমজানের প্রথম দিনেই আফগানিস্তানে আত্মঘাতী হামলা, মৃত ১৮

খোস্ত: আজ শুরু হল রমজান মাস। আর প্রথম দিনেই আত্মঘাতী হামলা হল পূর্ব

 ইতালিতে মেলানিয়া ট্রাম্পের মহার্ঘ্য কোট: শিক্ষক, পুলিশ অফিসার, কয়লা খনি শ্রমিক, ট্রাম্প অর্গানাইজেশনের কর্মী- সক্কলের এক বছরের মাইনে হয়ে যায় তার দামে
ইতালিতে মেলানিয়া ট্রাম্পের মহার্ঘ্য কোট: শিক্ষক, পুলিশ অফিসার,...

নয়াদিল্লি: জি সেভেন বৈঠকে যোগ দিতে এসে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া

‘এলিফ্যান্ট ফেস’ চিনা মহিলা অনলাইনে পেলেন বন্ধু, সাহায্যও
‘এলিফ্যান্ট ফেস’ চিনা মহিলা অনলাইনে পেলেন বন্ধু, সাহায্যও

বেজিং: রোগের নাম নিউরোফাইব্রোম্যাটেসিস। এতে মুখে অসংখ্য টিউমার হয়। আর

 ম্যাঞ্চেস্টার হামলা: ব্রিটিশ মহিলার প্রাণ বাঁচায় তাঁর মোবাইল ফোন!
ম্যাঞ্চেস্টার হামলা: ব্রিটিশ মহিলার প্রাণ বাঁচায় তাঁর মোবাইল ফোন!

লন্ডন: রাখে মোবাইল মারে কে! ম্যাঞ্চেস্টার হামলায় নিজের মোবাইল ফোনের জন্য

Recommended